শনিবার, ৬ জুলাই, ২০১৯

বুড়িগঙ্গায় টেমস নদীর সৌন্দর্য দেখা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টেমস নদী দেখার জন্য এখন আর লন্ডন যেতে হবে না, বুড়িগঙ্গায় গেলেই তার সৌন্দর্য দেখা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রমান্বয়ে বুড়িগঙ্গাকে হাতিরঝিলের মতো নয়নাভিরাম করা হবে। তিনি বলেন, ‘বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীর জায়গা নতুন করে কেউ যদি ভরাট বা দখলের চেষ্টা করেন, সেটা বড় ধরনের ভুল হবে। আগের সরকার আর বর্তমান সরকার এক নয়। আমরা যা বলি তা-ই করি।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন